ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরা’র সভাপতিত্বে কমিটির সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মীর শওকাত আলী বাদশা, মোঃ মকবুল হোসেন এবং একেএম মাঈদুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি ভূমি মন্ত্রণালয় ও জরিপ অধিদপ্তরের লোকবল নিয়োগের কার্যক্রম চলমান রাখার সুপারিশ করে। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ও বিভাগের নিকট অনাদায়ি ভূমি উন্নয়ন কর ধারাবাহিকভাবে একাধিক অর্থবছরে আদায়ের উদ্যোগ গ্রহণের সুপারিশ করে। এছাড়া দেশের ইপিজেড সমূহের কাছ থেকে ভূমিকর আদায়ের উদ্যোগ গ্রহণেরও সুপারিশ করে।
কমিটি ভূমি উন্নয়ন কর আদায়ে চলমান রাখার লক্ষ্যে আদালতে দাখিলকৃত মামলাসমূহ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পূর্ববর্তী স্কেলে ও গ্রেডে সহকারী তহসিলদার নিয়োগের সুপারিশ করে।
বৈঠকে বন বিভাগের জমি বন বিভাগের নামে সংশোধনপূর্বক রেকর্ড করিয়ে নেয়ার সুপারিশ করা হয়। এছাড়া যেসমস্ত জমি খাস খতিয়ানভুক্ত আছে তা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে বনায়নের উপযুক্ত জায়গায় সামাজিক বনায়ন এবং বনায়নের অনুপযুক্ত জায়গায় গৃহহীন ও ভূমিহীনদের আবাসস্থল গড়ে তোলার সুপারিশ করা হয়।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়