অনলাইনে ই-কমার্স বাণিজ্যের আড়ালে প্রায় ৭০০ কোটি টাকা পাচার করেছে এ খাতের আট প্রতিষ্ঠান। এ ছাড়া শত শত ই-কমার্স প্রতিষ্ঠান আরো নানা জাল-জালিয়াতিতে জড়িয়ে পড়েছে। এর মাধ্যমে সর্বস্বান্ত হচ্ছে ভোক্তা-গ্রাহক। বিশ্বব্যাপী ডিজিটাল ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতি মানুষের আগ্রহ বাড়লেও বাংলাদেশে ঘটছে এর উল্টো।
বরং এসব অভিযুক্ত প্রতিষ্ঠানের এমন বেপরোয়া প্রতারণা ও জালিয়াতির কারণে মানুষের মধ্যে হতাশা বাড়ছে। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিজিটাল কমার্স প্রতারণাসংক্রান্ত বিশেষ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
জানা যায়, ঈদ-পূজা-নববর্ষসহ যেকোনো উৎসবেই নতুন পোশাক, উপহার ও সাজসজ্জার কেনাকাটায় ই-কমার্স ও এফ-কমার্সের ব্যাপক সাড়া পড়ে। এই সুযোগের অপব্যবহার করে এদের কোনো কোনো কম্পানি টাকা পাচারসহ নানা অপকর্মে লিপ্ত হয়।
মানুষের এই স্বস্তিকে পুঁজি করে এক শ্রেণির অসাধুচক্র গড়ে তুলেছে প্রতারণার সাম্রাজ্য। প্রতারণার জালে ফেলে কামানো টাকা পাচার করছে বিদেশে।বিস্তারিত