হাতিরঝিলে যুবকের মুখে গুলি, অবস্থা আশঙ্কাজনক

হাতিরঝিলে যুবকের মুখে গুলি, অবস্থা আশঙ্কাজনক

অনলাইন ডেস্ক

 

রাজধানীর হাতিরঝিল থানার মোড়ল গলি এলাকায় গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।

শনিবার রাত পৌনে ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধারের কথা জানিয়েছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, কে বা কারা গুলি করেছে এবং কেন ঘটনাটি ঘটেছে— এটা নিয়ে কাজ করছি।

হাতিরঝিল থানার এসআই মো. রাসেল বলেন, গুলিবিদ্ধ ৩৫ বছর বয়সি আরিফ হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য বলে জানা গেছে। ওই ব্যক্তির মুখের মধ্যে গুলি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

গুলিবিদ্ধ আরিফ মাদারীপুরের শিবচর থানার হোগলা বালিকান্দি এলাকার গিয়াস উদ্দিন সরদারের ছেলে। আরিফ ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থেকে ওয়ার্কশপে কাজ করেন।

জাতীয় শীর্ষ সংবাদ