বৈষম্য কমাতে মিলিত হচ্ছেন বিশ্বের সংসদ সদস্যগণ

বিশ্ব থেকে সকল ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অসমতা দূর করার কার্যকর উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে বিশ্বের ১৩২টি দেশের ৬৫০ জন সংসদ সদস্য ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় মিলিত হচ্ছেন।
বাংলাদেশ জাতীয় সংসদের আমন্ত্রণে ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে ৫৩ জন স্পিকারসহ বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যগণ আর্থিক ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের বিষয়ে ক্রমবর্ধমান বৈষম্য কমাতে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করবেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রখ্যাত শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী ২ এপ্রিলের উদ্বোধন পর্বে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন।
আইপিইউ’র সদস্যরা উন্নয়নের চালিকাশক্তি হিসেবে আর্থিক ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত আইপিইউ’র স্থায়ী কমিটি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সদস্য রাষ্ট্রসমূহের অভ্যন্তরীণ যে কোনো ধরনের হস্তক্ষেপ বিষয়ে আলোচনা করবে এবং প্রয়োজনীয় প্রস্তাব পেশ করবে।
সম্মেলনে নারী সংসদ সদস্য ফোরামের ২৫তম অধিবেশন অনুষ্ঠিত হবে। আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করাসহ অন্যান্য বিষয়ে ২০৭ জনেরও বেশি নারী সংসদ সদস্য এ অধিবেশনে অংশগ্রহণ করবেন।
এছাড়া তরুণ সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গী তুলে ধরতে আইপিইউ ইয়ং পার্লামেন্টারিয়ান ফোরাম এবং সংসদ সদস্যদের মানবাধিকার বিষয়ে ‘কমিটি অন দ্য হিউম্যান রাইটস অভ্ পার্লামেন্টারিয়ানস’ এ সম্মেলনে আলাদা আলাদাভাবে আলোচনায় বসবে।
#

জাতীয়