নিজস্ব প্রতিবেদক
সারাদেশে বেড়ে গেছে বৃষ্টিপাত। গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ছিল বিকট শব্দের বজ্রপাত। বৃষ্টির পাশাপাশি ঢাকার ব্যস্ততম তিনটি স্থানে আন্দোলনের ফলে গতকাল বিকালে দুঃসহ যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। দীর্ঘ সময় সড়কেই কাটাতে হয় কর্মজীবীদের।
বকেয়া বেতনের দাবিতে গতকাল বিকালে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় শ্রম ভবনের সামনে থেকে মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হন। কাকরাইল মসজিদের সামনের মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। এরপর সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। এরই মধ্যে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে কাকরাইল থেকে মগবাজার হয়ে মহাখালী যাওয়ার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
প্রায় একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার পর ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। এ সময় ব্যস্ততম এই মোড় হয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর সোয়া পাঁচটার দিকে অবরোধ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এদিন এর আগে
রাজউকের স্বেচ্ছাচারিতা, প্ল্যান পাসে অনিয়ম, ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল সকাল সোয়া ৯টা থেকে মতিঝিলে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে ভূমি মালিক, প্রকৌশলীসহ আবাসন খাতসংশ্লিষ্ট কয়েক হাজার ব্যক্তি অংশ নেন। এতে যানজটের সৃষ্টি হয়।
এদিকে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, গতকাল দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১৯২ মিলিমিটার। রংপুরে রেকর্ড করা হয়েছে ১৪৬ মিলিমিটার, রাজারহাটে ১২২ মিলিমিটার। ঢাকায় রেকর্ড করা হয়েছে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত। এ ছাড়া বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে