সুইজারল্যান্ডে অবস্থিত সুইস ব্যাংক বিশ্বে কালো টাকা পাচারকারীদের জন্য খুবই একটি জনপ্রিয় ব্যাংক। এ ব্যাংকটি বিশ্বের বিভিন্ন দেশের কালো টাকা জমা রাখার কুখ্যাতি রয়েছে। বিভিন্ন দেশের নামি-দামি রাজনৈতিক ব্যক্তিত্ব, চোরাকারবারী ছাড়াও অনেক দেশের কালো টাকা জমা থাকে ব্যাংকটিতে।
এনিয়ে বিশ্বের অনেক দেশের চাপ রয়েছে সুইস ব্যাংকের ওপর। সুইচ ব্যাংক কর্পোরেশনের আওতাধীন ব্যাংকগুলোর গ্রাহকদের গোপন তথ্য প্রকাশ করার উদ্যোগ নিয়েছে সুইজারল্যান্ড সরকার। খবর: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
সুইস সরকারের আয়কর বিভাগ ইতিমধ্যেই বিভিন্ন দেশকে একাধিক ব্যাংকের গ্রাহকদের বিষয়ে তথ্য দিয়েছে। তবে সবচেয়ে বেশি তথ্য দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে ভারতীয়দের ক্ষেত্রে। গত ২১ মে ১১ জন ভারতীয়কে নোটিশ পাঠানো হয়েছে।
ভারত সরকার বেশ কিছুদিন ধরেই সুইজারল্যান্ড থেকে কালো টাকা উদ্ধারের চেষ্টা করছে। ভারত ছাড়া আরও কয়েকটি দেশ এনিয়ে সুইজারল্যান্ডের ওপর চাপ সৃষ্টি করে আসছে। সেই চাপের কাছে নতিস্বীকার করেই এবার গ্রাহকদের বিষয়ে তথ্য প্রকাশ করছে সুইস সরকার।
এদিকে গত মার্চ থেকে এখন পর্যন্ত ২৫ জন ভারতীয়কে এ বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে। অ্যাকাউন্টের তথ্য ভারত সরকারকে জানানোর বিরুদ্ধে শেষবার আবেদন করার সুযোগ দেয়া হয়েছে তাদের। সেই আবেদন গৃহীত না হলে সব তথ্য পেয়ে যাবে ভারত।
এর মধ্যে দুজন ভারতীয় নাগরিকের তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা হলেন, কৃষ্ণ ভগবান রামচন্দ (৭০) এবং কল্পেশ হর্ষদ কিনারিওয়ালা (৪৬)। এ ছাড়া ভারতের আরও বেশ কয়েকজনের নামের অদ্যাক্ষর প্রকাশ করেছে কর্তৃপক্ষ।