ইরান-ইসরায়েল যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে ইরান-ইসরায়েল নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের পোস্টে। সমাজমাধ্যমে তাঁর করা পোস্ট ইতোমধ্যে তৈরি করেছে নতুন চিন্তা। তাহলে ঠিক কী করতে চাইছেন তিনি। নিজের প্রথম পোস্টে তিনি লিখেছেন আনকন্ডিশনাল স্যারেন্ডার বা নিঃশর্ত আত্মসমর্পণ। অর্থাৎ তিনি ইরানের আকাশকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছেন। তিনি সেখানে আরও লেখেন আমেরিকার প্রযুক্তির কাছে ইরানের কোনো তুলনা হবে না। ইরানের হাতে বেশ কয়েকটি উন্নতমানের অস্ত্র থাকতে পারে। তবে তা দিয়ে আমেরিকাকে রোখা যাবে না। এরপর তিনি লেখেন, আমরা জানি কোথায় প্রধান নেতা লুকিয়ে রয়েছেন। তিনি একজন সহজ টার্গেট। তবে তাকে আমরা এই সময় হত্যা করার কথা ভাবছি না। পাশাপাশি সাধারণ মানুষের ওপরেও মিসাইল হামলা করা হবে না। ইসরায়েল-ইরান যুদ্ধে ফের রক্তাক্ত হয়েছে মধ্যপ্রাচ্য। আর এই আবহে তড়িঘড়ি জি৭ বৈঠক ছেড়ে দেশে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন প্রেসিডেন্টের আচমকা এ পদক্ষেপকে ঘিরেই জল্পনার পারদ চড়ছে আন্তর্জাতিক মহলে। কারণ, নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তিনি এমন কিছু করতে চলেছেন যা ইসরায়েল-ইরান সংঘর্ষ থামানোর থেকেও বড়। তবে কী সেই পদক্ষেপ, তা স্পষ্ট করেননি তিনি। বরং সবাইকে বলেছেন, তার পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখতে। এদিকে ইসরায়েল ও ইরানের সংঘর্ষে দুই দেশই চালিয়ে যাচ্ছে ঘাত-প্রত্যাঘাতের যুদ্ধ, যা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। এ প্রেক্ষিতে হোয়াইট হাউস জানিয়েছে, পরিস্থিতির গুরুত্বের জন্যই ট্রাম্পের সফরসূচি কাটছাঁট করা হয়েছে। এমনকি আমেরিকার পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ফিরে আসছেন ওয়াশিংটনে। এ নিয়ে প্রশ্ন উঠেছে-তাহলে কি সরাসরি যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র?বিস্তারিত