বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরী এবং খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া ও টোল আদায়ের দায়ে ২ জনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত হালদারের নেতৃত্বে শনিবার দুপুরে এই অভিয়ান পরিচালিত হয়।
ইউএনও সুজিত হালদার জানান, মীরগঞ্জ খেয়াঘাটে জনপ্রতি যাত্রীভাড়া ৬ টাকার স্থলে ১০ টাকা ও মোটর সাইকেলে ১৬ টাকার স্থলে ৩০ টাকা আদায় করা হচ্ছিলো। এছাড়া ফেরীতে ১০০ টাকার গাড়ি ভাড়া আদায় করা হচ্ছে ১০০০ থেকে ১৬০০ টাকা। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে মীরগঞ্জ ফেরীঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অতিরিক্ত টোল ও ভাড়া আদায়কালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত খেয়া পাড়াপারে অতিরিক্ত টোল আদায়ের দায়ে জেলা পরিষদের কেয়ারটেকার ওয়াহিদুজ্জামানকে ১৫ দিনের এবং ফেরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ইজারাদারের প্রতিনিধি মীরগঞ্জের বাসিন্দা রিয়াজুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। দণ্ড ঘোষনার পরপরই তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ইউএনও।
উল্লেখ্য, বরিশালের নদী বেস্টিত ৩ উপজেলা হিজলা, মেহেন্দিগঞ্জ এবং মুলাদী উপজেলার লাখো মানুষ প্রতিদিন এই ফেরী ও খেয়াঘাট ব্যবহার করে গন্তব্যে যাতায়াত করেন। এখানে দির্ঘদিন ধরে খেয়া ও ফেরীঘাটে যাত্রীদের জিন্মি করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছিলো। এর প্রতিবাদ করে অনেকেই নাকাল হয়েছেন টোল আদায়কারীদের হাতে। এর প্রেক্ষিতে ওই ঘাটে অভিযান চালান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।