যেমন আছেন সিনিয়র তারকারা

যেমন আছেন সিনিয়র তারকারা

ষাট, সত্তর এবং আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ে আসা শিল্পীরা মেধা ও দক্ষতা দিয়ে মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। পরিণত হয়েছিলেন তারকায়। কমপক্ষে ২০০০ সালের প্রথম পর্যন্ত বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছিলেন তাঁরা। এসব তারকার অনেকেই এ ধরাধামে এখন নেই। যারা আছেন তাঁরা কেমন আছেন। সেই কথাই তুলে ধরেছেন-আলাউদ্দীন মাজিদ

 

শবনম

পুরান ঢাকার নারিন্দার মেয়ে নন্দিতা বসাক ঝর্ণা। ১৯৫৯ সালে চলচ্চিত্রকার এহতেশাম কিশোরী শিল্পী হিসেবে তাঁকে ‘এদেশ তোমার আমার’ চলচ্চিত্রে ব্রেক দেন। এরপর আরও পাঁচটি চলচ্চিত্রে কিশোরী শিল্পীর ভূমিকায় অভিনয় করেন। ১৯৬১ সালে এহতেশাম প্রযোজনা করেন ‘হারানো দিন’। এহতেশামের ভাই আরেক প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা এ ছবিটি পরিচালনা করেন। এতে এহতেশামের দেওয়া নাম ‘শবনম’ পরিচয়ে অভিনয় শুরু করেন ঝর্ণা। নায়িকা হিসেবে এহতেশাম পরিচালিত ‘চান্দা’ (১৯৬২) ঢালিউডে শবনমের স্থায়ী আসন গড়ে দেয়। ১৯৯৯ সালে শবনম সর্বশেষ অভিনয় করেন কাজী হায়াতের ‘আম্মাজান’ চলচ্চিত্রে। বর্তমানে তিনি ধর্মকর্ম আর সংসারের কাজ নিয়ে অবসর সময় কাটাচ্ছেন রাজধানীর বারিধারার বাসায়।

 

আনোয়ারা

১৯৬১ সালে ১৪-১৫ বছর বয়সে অভিনেতা আজিমের মাধ্যমে চলচ্চিত্রে আসা অভিনেত্রী আনোয়ারা ২০০০ সালের প্রথম পর্যন্ত অভিনয়ে সক্রিয় ছিলেন। এ অভিনেত্রীর সর্বশেষ ২০১৯ সালে অভিনীত ও মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে- ‘মা’। ২০২২ সালের দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এরপর কিছুটা সুস্থ হয়ে উঠলেও অভিনয়ে আর ফেরার মতো অবস্থা তাঁর নেই। এখন মেয়ে মুক্তির সঙ্গে মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে যান। এ ছাড়া নামাজ-রোজায় কাটে তাঁর দিন।বিস্তারিত

বিনোদন শীর্ষ সংবাদ