চালকের গাফিলতি ও বেপোয়া গতিতে গাড়ী চালানোর কারণে দুর্ঘটনায় নয় তাজাপ্রাণ ঝড়ে গেছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারের কাছে জোড়া ব্রীজের উপর বাস- লেগুনা দুর্ঘটনায় প্রাণ হারান। সংঘর্ষে অন্তত ৮জন গুরুত্বও আহত হয়েছে।
নিহতরা হলো- উল্লাপাড়া উপজেলার কয়ড়া কৃষ্টপুর গ্রামের রেজাউল করিম পন্ডিতের ছেলে মাওলানা নুরুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত জয়নালের ছেলে জুলমত আলী (৪৫), কয়ড়া গ্রামের ছোরহাব আলীর ছেলে ফজলুর প্রামানিক (৩৫) , চাড়াবাড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল বারিক (৪৫) ,পাগলা উত্তরপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে লেগুনা চালক রেজাউল করিম (৩২), বজড়াপুর গ্রামের আবু হানিফের ছেলে আবু সিদ্দিক (৩৮), এই গ্রামের মৃত আবু হানিফের ছেলে শেখ সাদি (৫৫), বড়হর গ্রামের ইনসাব আলীর ছেলে আক্তার হোসেন (৪২) ও সলঙ্গার ফেউকান্দি গ্রামের গফুর ফকিরের ছেলে আব্দুল মান্নান (৫০)।
সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ স্নিদ্ধ আকতার (পিপিএম) জানান, ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি এসি বাস ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনায় থাকা ৮ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার আরো একজন মারা যায়।