উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি হলের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সাথে কথা বলেন। পরীক্ষার্থীরা তাঁকে জানায়, এবার প্রশ্নপত্র ভাল হয়েছে এবং তারা ভালভাবে পরীক্ষা দিচ্ছে।
সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, এবারের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুন্দর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে এবং সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে কেউ জড়িত হলে তারা রেহাই পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। কোন ছাড় দেয়া হবে না। তিনি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী বলেন, বিজি প্রেসকে ঢেলে সাজানো হয়েছে। এখান থেকে প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই। দুঃখের বিষয় কিছু শিক্ষক এর সাথে জড়িত হয়ে গেছে। কিছু অভিভাবক ফাঁস হওয়া প্রশ্ন খোঁজেন। তারা তাদের ছেলেমেয়েদের পড়তে উৎসাহিত না করে এ পথে নিয়ে আসেন।
তিনি আরো বলেন, স্মার্ট ফোন সঙ্গে রাখার কারনে আজ তিন জন শিক্ষককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে। এরা হলেন- হাবিুল্লাহ বাহার কলেজের আব্দুর রশিদ এবং মহাখালী টিএন্ডটি মহিলা কলেজের নাঈমা নাসরিন ও মাহবুবুর রহমান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
এবার এইসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। সারাদেশে মোট ২ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।