আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবারের এই বন্যায় আরো ৪১ জন নিখোঁজ রয়েছেন। খবর সিএনএন ও বিবিসির।
খবরে বলা হয়, নিহতদের মধ্যে ৬৮ জন কের কাউন্টির বাসিন্দা যার মধ্যে রয়েছে ২৮ জন শিশু। এছাড়া ট্র্যাভিস কাউন্টিতে ৬ জন, বারনেট কাউন্টিতে ৩ জন, কেন্ডাল কাউন্টিতে ২ জন, উইলিয়ামসন কাউন্টিতে ২ জন এবং টম গ্রিন কাউন্টিতে ১ জন মারা গেছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই এলাকায় আরো ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা উদ্ধার তৎপরতাকে ব্যাহত করতে পারে। ইতোমধ্যে উদ্ধারকারীরা কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে বিষধর সাপের সম্মুখীন হচ্ছেন।
বন্যার তিন দিন পর এটি এখন টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ উদ্ধার অভিযান থেকে ধীরে ধীরে একটি মৃতদেহ পুনরুদ্ধার অভিযানে রূপ নিচ্ছে।
কের কাউন্টিতে যারা উদ্ধার হয়েছেন, তাদের মধ্যে ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ জন শিশুর এখনও আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত করা হয়নি।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে বলেন, প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে আমরা কোনো চেষ্টা বাকি রাখব না।
এমন বিভীষিকাময় সময়কে দুর্যোগ নয় জাতীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষতিগ্রস্তদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে আগামী শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন। ট্রাম্প জানান, তার প্রশাসন অ্যাবটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের পশ্চিম-মধ্যাঞ্চলে আরও বন্যার আশঙ্কা আছে। গত বৃহস্পতিবার রাত থেকে হওয়া বৃষ্টির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।