অবশেষে বেয়ারস্টকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙলেন মাশরাফি

জনি বেয়ারস্ট ও জেসন রয় এর বিপজ্জনক ওপেনিং জুটি শেষ পর্যন্ত ভাঙতে সক্ষম হলো বাংলাদেশ। দলীয় ১২৮ রানে অধিনায়ক মাশরাফ বিন মর্তুজার বলে মেহেদি হাসান মিরাজের হাতে ধরা পড়ে মাঠ ছাড়েন বেয়ারস্ট। অবশ্য এর আগেই ৬৫ বল থেকে ১০টি চার ও একটি ছক্কার মারে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি। অর্ধশত রান করা আরেক ওপেনার জেসন রয়ের সঙ্গে এখন জুটি বেঁধেছেন জো রুট। ২০ ওভারের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১৩০ রান।

কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে ইংল্যান্ডের শনিবার বিকেলে বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অল্প ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। অপরদিকে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে তারা পাকিস্তানের কাছে ১৪ রানে হেরেছে। তৃতীয় ম্যাচটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দু’দলের কাছেই।

আন্তর্জাতিক খেলাধূলা শীর্ষ সংবাদ