ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি ♦ মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বিএনপি ♦ দাবিদাওয়া নিয়ে এগোচ্ছে জামায়াত এনসিপি

ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি ♦ মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বিএনপি ♦ দাবিদাওয়া নিয়ে এগোচ্ছে জামায়াত এনসিপি

আগামী ফেব্রুয়ারি ঘিরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সরকারের নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছে দলগুলো। লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর ‘২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে’-এমন ঘোষণার পর নির্বাচন নিয়ে দলগুলো আশাবাদী হয়ে ওঠে বলে জানান স্ব-স্ব দলের দায়িত্বশীল ব্যক্তিরা। এরপর ‘ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়ার’ ঘোষণার পর রোজার আগে নির্বাচন আয়োজন নিয়ে জটিলতা নিরসনে এক ধাপ এগিয়ে গেল বলে মনে করেন তারা। ফলে ফেব্রুয়ারি ঘিরেই নির্বাচনি প্রস্তুতি নিচ্ছে দলগুলো।

তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বেশ কিছু রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে এককাতারে আসায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তাতেও সংশয় প্রকাশ করছেন অনেকে।

জানা যায়, আওয়ামী লীগ মাঠে না থাকলেও আগামী সংসদ নির্বাচন কঠিন হবে ধরে নিয়েই প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যোগ্যতা, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিচারেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। সর্বোচ্চ সতর্কতা ও যত্ন নিয়ে নির্বাচনি পরিকল্পনা সাজাচ্ছেন বিএনপির নীতিনির্ধারকরা। প্রার্থী বাছাই থেকে শুরু করে ইশতেহার রচনা, প্রচারসহ সব ক্ষেত্রেই সুচিন্তিত পদক্ষেপ নিচ্ছেন তারা। বিএনপি একক নাকি জোটগতভাবে নির্বাচন করবে, তা নিয়েও চলছে আলোচনা। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে, সেখানে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার কথা বলা হচ্ছে। সূত্র বলছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার খুবই কঠোর অবস্থানে আছেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের আমলে দলের দুঃসময়ে পাশে ছিলেন না, আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন কিংবা গা বাঁচিয়ে বা ক্ষমতাসীনদের সঙ্গে আপস করে চলেছেন-এমন নেতাদের প্রার্থী করা হবে না এবার। একই সঙ্গে ৫ আগস্ট-পরবর্তী ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য দিয়ে যারা অপকর্মে জড়িয়েছেন, যাদের বিতর্কিত কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও প্রার্থী হতে পারবেন না।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ