রাজপথ নয়, যেন মরণফাঁদ। যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। তবে সে মৃত্যু যদি হয় দুর্ঘটনায় তাহলে বেদনার মাত্রাটা হয় আরও করুণ। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা যেন নৈমিত্তিক। প্রতিদিনই কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় ঝরে পড়ছে বহু তাজা প্রাণ। ঘর থেকে বের হয়ে গন্তব্যস্থলে না পৌঁছে দুর্ভাগ্যজনকভাবে লাশ হয়ে ফিরছে অনেকে। এসব দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে অনেকে, পঙ্গুত্ববরণ করেছে অসংখ্য মানুষ। সেসব পরিবারের দুর্বিষহ জীবনের দায় নেই কারও! আর একমাত্র কর্মক্ষম মানুষটি মরে গেলে শুধু প্রিয়জন হারানোর বেদনা নয়-সেই পরিবারের প্রতিদিনের দুঃখ বেদনায় সমাজ ও রাষ্ট্র কেবলই দর্শক। বিশেষজ্ঞরা বলছেন, চালকের অসাবধানতা, অদক্ষতা, যানবাহনের যান্ত্রিক ক্রটি, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন, গাড়ির প্রতিযোগিতা, রাস্তার দুরবস্থাসহ নানা কারণেই সড়ক দুর্ঘটনা বাড়ছে। গতকাল বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার সামনে তিনটি বাস, জিপ, প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী ইমাদ পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এরপর একে একে জিপ ও দুটি বাসকে ধাক্কা দেয়। আবার ইমাদ পরিবহনের ধাক্কায় ইলিশ পরিবহনের একটি বাস উঠে পড়ে একটি অটোরিকশার ওপর। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান। ১০ জুলাই ১১টায় রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে পেছন থেকে এসে বেপরোয়া গতির বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরবাইকের আরোহী এক অন্তঃসত্ত্বা নারী। তার নাম মেহেরুন্নেসা ঝুমি (২২)। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় আহত হন তার স্বামী মুসা কালিমুল্লাহ (২৬)। কালিমুল্লাহ-মেহেরুন দম্পতির চার বছরের একটি কন্যাসন্তান আছে। আহত অপর বাইকের আরোহী রানা (২৫) আহত হয়েছেন। রানার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা মঞ্জিল পরিবহনের বাসটিকে আটক করেছে। একই দিন (১০ জুলাই ভোরে) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বড়কাঁচি এলাকায় বাসচাপায় বেল্লাল হোসেন নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি ফজরের নামাজ শেষে মরহুম বাবা আবদুল খালেকের কবর জিয়ারত করে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়।বিস্তারিত