সতর্ক অবস্থানে বিএনপি

সতর্ক অবস্থানে বিএনপি

বিএনপি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি এ নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। এদের সঙ্গে নতুন করে আরও কিছু যোগ হয়েছে। এই অদৃশ্য শক্তি ক্রমশ দৃশ্যমান হচ্ছে। দেশের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। নিজেরা অঘটন ঘটিয়ে, মব তৈরি করে বিএনপির ওপর দোষ দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল কর্মী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডের  ঘটনাই তার প্রমাণ। এই ভয়ানক বর্বরোচিত ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দলের কতিপয় নেতার সংশ্লিষ্টতার ছবি ও তথ্য ভাইরাল হচ্ছে। অথচ সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্লিপ্ত। এসব অপরাধ ‘মব’ সন্ত্রাস আর নোংরা রাজনৈতিক চর্চার সংস্কৃতি বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে নিতে হবে কঠোর ব্যবস্থা। বিএনপি সরকারকে সহযোগিতা করছে এবং করে যাবে। বিএনপির নীতিনির্ধারণী মহলের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীর মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পরপরই তারা পরিকল্পিতভাবে বিএনপিকে দোষারোপ করে রাজধানীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেছে। সেখানে বিএনপি এবং তার শীর্ষনেতাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। বিএনপির ঘাড়ে দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে এ ধরনের পরিকল্পিত আরও ভয়ংকর ঘটনা সহসাই তারা ঘটাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। এই আশঙ্কা থেকেই বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর এসব মব, ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার থেকে রক্ষা পেতে এবং সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে দুই দিনের বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শিগগিরই আসছে কেন্দ্রীয় বিএনপির নতুন কর্মসূচি।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ