অনলাইন ডেস্ক
শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের চাপায় প্রাণ হারিয়েছে দুই মাদ্রাসা শিক্ষার্থী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায়।
নিহতরা হলো- রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল (৮) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (৯)।
এ ঘটনায় আমিন (৭) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
নিহত ও আহত তিন শিক্ষার্থী রাংটিয়া মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় ওই তিন মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়িতে ফিরছিল। এসময় পেছন বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের চাপা দেয়। ঘটনাস্থলে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
আমিনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও চালককে আটক করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।