আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মূলত পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পের পর এই সুনামি সতর্কতা জারি করা হয়। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে রোববার পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এর মধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪, এবং বাকি দুটির মাত্রা ছিল ৬.৭। এই ভূমিকম্পগুলো পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরের উপকূলবর্তী একই এলাকায় মাত্র ৩২ মিনিটের ব্যবধানে ঘটে। এর আগে একই এলাকায় ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্পও অনুভূত হয়। জার্মান ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেড নিশ্চিত করেছে যে, অন্তত একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প কামচাটকার পূর্বাঞ্চলে রেকর্ড করা হয়েছে।
পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরটি কামচাটকা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বন্দর ও প্রশাসনিক কেন্দ্র, যেখানে এক লাখ তিন হাজারের বেশি মানুষ বাস করে। ৭.৪ মাত্রার ভূমিকম্পের কারণে সমুদ্রের নিচে প্লেট সরণের সম্ভাবনা তৈরি হয়েছে, যা সুনামির ঝুঁকি বাড়িয়েছে। এ কারণে স্থানীয় প্রশাসন সুনামি সতর্কতা জারি করেছে। যদিও এখন পর্যন্ত বড় কোনো সুনামির খবর পাওয়া যায়নি, তবুও উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রাশিয়ার প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জরুরি প্রয়োজনের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূমিকম্পগুলো কামচাটকার জনজীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র : আল-জাজিরা