নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ৪ আগস্ট , সোমবার রাত ১২:১মিনিটে ” উত্তরা ৩ নং সেক্টর মুগ্ধ মঞ্চে ” জুলাই গণঅভ্যুত্থান কে স্মরণ করে উত্তরা মিডিয়া ক্লাবের উদ্যোগে ”জুলাই গণঅভ্যুত্থান ও স্বপ্নের বাংলাদেশ” শীর্ষক এক সভা ও প্রথম প্রহরে ”প্রদীপ প্রজ্জলন” করা হয়েছে। এছাড়া জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম খান ডলার, সহ-সভাপতি রাশেদুল হাসান বুলবুল, যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মহিউল ইসলাম সামসু, জুয়েল আনান , মুহাম্মদ ওবায়দুল্লাহ, মঈন আহমেদ, ইস্মত আরা মনি, আহসান হাবীব বাবু, আসাদ বিপ্লব, লাকী বেগম প্রমুখ।অনুষ্ঠানকে সফল ও জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ সকল শহীদদের স্মরণ করে মোনাজাত করা হ