বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তথ্যপ্রযুক্তি খাতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তথ্যপ্রযুক্তি খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। আজকের এই তরুণদের হাত ধরেই এ সম্ভাবনাকে বাস্তবায়ন করে উন্নত বাংলাদেশ গড়া হবে।
প্রতিমন্ত্রী আজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী ‘উরমরঝশরষষ ঊীঢ়ড় ২০১৭’ মেলার উদ্বোধনকালে এ সব কথা বলেন।
মেলায় সেমিনার, গোলটেবিল বৈঠক, অভিজ্ঞতা বিনিময় বৈঠক, ডিজিটাল প্রদর্শনী ছাড়াও নেটওয়ার্কিং, প্রোগ্রামিং, প্রোবলেম সলভিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার কর্মসংস্থান, প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য খওঈঞ (খবাবৎমরহম ওহভড়ৎসধঃরড়হ ্ ঈড়সসঁহরপধঃরড়হ ঞবপযহড়ষড়মু) প্রকল্প; কর্মসংস্থান ও বিনিয়োগের জন্য ঝঊওচ (ঝশরষষং ভড়ৎ ঊসঢ়ষড়ুসবহঃ ওহাবংঃসবহঃ চৎড়মৎধস) প্রকল্প; স¦-উদ্যোগে আয়ের জন্য খবধৎহরহম ধহফ ঊধৎহরহম উবাবষড়ঢ়সবহঃ প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়া ওউঊঅ (ওহহড়াধঃরড়হ, উবংরমহ ধহফ ঊহঃৎবঢ়ৎবহবঁৎং অপধফবসু) প্রকল্পের মাধ্যমে নতুন উদ্ভাবন ও উদ্ভাবনী প্রকল্প অর্থায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে আগামী প্রজন্মকে নতুন নতুন প্রযুক্তির সাথে সম্পৃক্ত করার সাথে সাথে প্রযুক্তি ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বেসিস (ইঅঝওঝ)-এর প্রেসিডেন্ট মোস্তফা জব্বার, সফ্টওয়্যার সলিউশনের নির্বাহী প্রধান রাশেক রহমান, আমেরিকান অ্যালিউনি এসোসিয়েশনের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির বক্তব্য রাখেন।