রাজধানীতে রাস্তা দখল করে বসছে ভ্রাম্যমাণ বাজার। এতে তৈরি হচ্ছে তীব্র যানজট। গতকাল রাজধানীর গুলিস্তান, মিরপুর, রূপনগর আবাসিক এলাকা, বাড্ডা, নতুনবাজার মাদানী সড়ক ঘুরে দেখা যায় সড়কের দুই পাশের ফুটপাত পেরিয়ে মূল সড়কে দেদার চলছে হাটবাজার।
নগর বিশ্লেষক স্থপতি ইকবাল হাবীব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সড়ক হচ্ছে নাগরিকের অধিকারের জায়গা। পথচারীদের সঙ্গে হকারের একটি সম্পর্ক রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোতে কাঠামোগত নিয়মের মধ্য দিয়ে হকার নিয়ন্ত্রণ এবং প্রতিপালন করা হয়। হকার কোথায় বসবে এরও একটা পরিকল্পনা থাকে, যেন জনগণের চলাচলে বিঘ্ন না ঘটে। তাদের জন্য নির্দিষ্ট স্থান থাকে যেখানে খাবার পানি, বর্জ্য ব্যবস্থা ও বিদ্যুৎ ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগসুবিধা থাকে। এ বিষয়ে কর্তৃপক্ষকে উদাসীন থাকলে চলবে না। বিশেষ জোর দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।’
সরেজমিন ঘুরে দেখা যায়, মিরপুর-১ গোলচত্বর থেকে শাহ আলী মাজারের আগ পর্যন্ত সড়কে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে হাটবাজার। দুপুরের দিকে একটু কমলেও সকাল এবং রাতে সড়কের দুই পাশজুড়েই থাকে এসব দোকানপাট। অবস্থা এমন, রাস্তার মধ্য দিয়ে হেঁটে চলাচল করাই মুশকিল হয়ে পড়ে।বিস্তারিত