অবশেষে এক ছাতার নিচে আসছে বাম দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহত্তর বামশক্তি গঠনের কাজ চলতি মাসেই শেষ হতে পারে বলে আভাস পাওয়া গেছে। বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন জোট ও দল এক মঞ্চে আসছে। এ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করছে বাম গণতান্ত্রিক জোটের দুই প্রধান শরিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকালও সিপিবি অফিসে বাম গণতান্ত্রিক জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে দ্রুতই বাম দলগুলো নিয়ে বৃহত্তর শক্তিশালী জোট গঠনের।
এ প্রসঙ্গে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আজ (সোমবার) সিপিবি অফিসে বাম গণতান্ত্রিক জোটের বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আমরা বাম প্রগতিশীল দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করব। আশা করছি খুব শিগগিরই বৃহত্তর জোট গঠন করতে সক্ষম হব।’ জানা গেছে, জোটে সিপিবি-বাসদের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের দলগুলো থাকছে। থাকবে বাংলাদেশ জাসদও। আলোচনা চলছে গণফোরামের সঙ্গে। এ জোটে আরও আসতে পারে ফ্যাসিবাদবিরোধী বাম জোটের দলগুলোও। এ ছাড়া বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ঐক্য ন্যাপ, পাহাড়ি সংগঠন, দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যেসব সংগঠন এবং ব্যক্তিপর্যায়ে নেতৃস্থানীয় যাঁরা আছেন তাঁদেরও এ জোটে টানার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কোনো কোনো দল ও জোটের সঙ্গে বিষয়টি নিয়ে একাধিক আলোচনা হয়েছে। অচিরেই আনুষ্ঠানিকভাবে ধারাবাহিক আলোচনা শুরু হবে বলে নেতারা জানান।বিস্তারিত