আটটি অঙ্গীকারনামা ও ৮৪টি প্রস্তাবনা উল্লেখ করে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর খসড়া প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে গতকাল পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ওই অঙ্গীকারনামায় জুলাই সনদের সুপারিশ ও প্রস্তাবনাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। আলোচ্য সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। জুলাই সনদের বৈধতা বা কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। ২৪-এর গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে দেওয়া হবে সাংবিধানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি। জাতীয় সংসদ নির্বাচনের আগেই যেসব সুপারিশ বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে জুলাই সনদে।
খসড়া সনদের ১০টি প্রস্তাবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো নোট অব ডিসেন্টের মাধ্যমে আপত্তি জানিয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্রয়োদশ সংশোধনীর অনুচ্ছেদ ৫৮এর গ (২) প্রস্তাবের বিপরীতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি ও সমমনা কয়েকটি রাজনৈতিক দল। সনদের প্রস্তাবে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে বলা আছে – প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না। এ বিষয়ে বিএনপি, এনডিএম, ১২-দলীয় জোট, ও জাতীয়তাবাদী সমমনা জোট আপত্তি জানিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাছাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব রয়েছে। নোট অব ডিসেন্ট দিয়ে এর গঠন প্রক্রিয়া সংসদের হাতে ন্যস্ত করার পক্ষে মতামত দিয়েছে বিএনপি। নিম্নকক্ষে পিআর পদ্ধতির যে প্রস্তাব রয়েছে, সে বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপিসহ কয়েকটি সমমনা রাজনৈতিক দল।বিস্তারিত