কেন অভিনয় ছেড়েছিলেন তারা…

কেন অভিনয় ছেড়েছিলেন তারা…

ঢাকাই চলচ্চিত্রে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে অভিনয় করেছেন তারা। পেয়েছেন জাতীয় সম্মাননা। অনেকে আবার আন্তর্জাতিক সম্মানও প্রাপ্তির ঝুলিতে ভরেছেন। তবে দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থাতেই হঠাৎ  করে অভিনয় ছাড়েন তারা। কিন্তু কেন? সেই কথাই জানাচ্ছেন – আলাউদ্দীন মাজিদ

 

পছন্দের গল্প ও চরিত্র পাচ্ছি না : শবনম

এক যুগ ধরে কেন অভিনয় করছেন না- একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম। ২০২২ সালে শিল্পী সমিতির এক অনুষ্ঠানে হাজির হয়ে সে কথাই জানালেন তিনি। শবনম বলেন, ‘আম্মাজান সিনেমায় অভিনয় করার পর আমি আর কাজ করিনি। ইচ্ছা থাকলেও মনমতো ও মানসম্মত চিত্রনাট্য না পাওয়ায় আর সিনেমা করা হয়নি। শারীরিক অসুস্থতাও বড় একটা কারণ।’ শেষ তাঁকে বড়পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৯ সালে। কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় আম্মাজান চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৫৯ সালে প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা এহতেশামের ‘এ দেশ তোমার আমার’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। এরপর ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানের সিনেমায় টানা অভিনয় করে গেছেন শবনম।বিস্তারিত

বিনোদন শীর্ষ সংবাদ