ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (ওচট) এর ১৩৬তম এসেম্বলিতে অংশগ্রহণকারী বিশে^র বিভিন্ন দেশের পার্লামেন্টের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও প্রতিনিধিগণ আজ এসেম্বলির শেষ দিনে বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদভবন পরিদর্শন করেন। চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, সংসদ সদস্য কাজী রোজী এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিদেশি অতিথিদের সংসদভবনে স্বাগত জানান।
বিদেশি অতিথিগণ স্বাগতিক দেশের পার্লামেন্ট ভবনের লাইব্রেরি, সংসদকক্ষ, স্থায়ী কমিটিগুলোর বৈঠকের কক্ষসহ সংসদভবনের উত্তর এবং দক্ষিণ প্লাজা ঘুরে দেখেন। চিফ হুইপ, হুইপ এবং কর্মকর্তাবৃন্দ প্রতিনিধিদের সাথে থেকে সংসদ সচিবালয়ের সার্বিক কর্মকা- এবং ভবনের স্থাপত্য শৈলী বর্ণনা করেন। তারা বিদেশি অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রতিনিধিদের কয়েকজন সংসদ লাইব্রেরির পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
অতিথিগণ সংসদভবনের অনন্য স্থাপত্যশৈলীর প্রশংসা করেন। পরিদর্শন শেষে জাতীয় সংসদের শপথকক্ষে বিদেশি অতিথিগণ সংসদের ওপর নির্মিত সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র প্রত্যক্ষ করেন।