বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল। নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল। নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ডাকসু নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে, হল সংসদ নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র। এর মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৭০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২, জগন্নাথ হলে ৫৯, ফজলুল হক মুসলিম হলে ৬৫, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮১, রোকেয়া হলে ৪৫, সূর্য সেন হলে ৭৯, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬৫, শামসুন নাহার হলে ৩৬, কবি জসীম উদ্দীন হলে ৭০, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৮, শেখ মুজিবুর রহমান হলে ৬৮, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬, অমর একুশে হলে ৮১, কবি সুফিয়া কামাল হলে ৪০, বিজয় একাত্তর হলে ৭৬ এবং স্যার এএফ রহমান হলে ৬৭টি।
অবশেষে গতকাল দুপুরে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে বিকালে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ প্যানেল ঘোষণা করেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে সহসভাপতি (ভিপি) হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। এছাড়া এজিএস পদে মনোনীত হয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ। আবিদুল ইসলাম খান ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং তানভীর বারী হামিম উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তানভীর আল হাদী মায়েদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
ছাত্রদলের প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে এহসানুল ইসলাম, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক পদে মেহেদী হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া সম্পাদক পদে চিম চিম্যা চাকমা, ছাত্রপরিবহন সম্পাদক পদে সাইফ উল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে মেহেদী হাসান মুন্নাকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।
এ প্যানেলে সদস্য পদে রয়েছেন জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল হক আনান, নিত্যানন্দ পালকে মনোনয়ন দেয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ডাকসুর প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
অন্যদিকে বাগছাসের প্যানেলে সহসভাপতি হিসেবে লড়বেন আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার এবং এজিএস পদে মনোনীত হয়েছেন আশরেফা খাতুন। এছাড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আনিকা তাহসিনা, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহাদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সাব্বির আহমেদ, ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক রেজওয়ান আহম্মেদ রিফাত এবং ছাত্র পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. ঈসমাইল হোসেন রুদ্র। প্যানেলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. মাস্উদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।
এদিকে সংগঠনের প্যানেল থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে এজিএস পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাগছাসের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। সংগঠন থেকে তাকে এজিএস পদে মনোনয়ন কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আশরেফা খাতুনকে এ পদে মনোনয়ন দেয়া হয়।