নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়ায় এখন পর্যন্ত ২৩টি রাজনৈতিক দল মতামত দিয়েছে।
শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কমিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে গত ১৬ আগস্ট জুলাই সনদের চূড়ান্ত খসড়া ৩০টি দল ও জোটকে সরবরাহ করা হয়। মতামত দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২০ আগস্ট। তবে কয়েকটি দলের অনুরোধে আরও দুই দিন সময় বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার পর্যন্ত মোট ২৩টি দলের মতামত কমিশনে জমা পড়ে।
এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় মোট ৬৮ দিনের বৈঠকে ৮৪ দফা সংস্কার প্রস্তাবের ভিত্তিতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হয়।
এদিকে, জুলাই সনদ বিষয়ে বিএনপির অবস্থান ভিন্ন। দলটি সংবিধানের ওপরে সনদের প্রাধান্য দিতে রাজি নয়। পাশাপাশি সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না—এ অঙ্গীকারেও তারা একমত নয়। বিএনপির দাবি, যেসব সাংবিধানিক সংস্কারে ঐকমত্য হয়েছে, সেগুলো আগামী নির্বাচিত সংসদে বাস্তবায়ন করতে হবে।
অন্যদিকে বিএনপির বিপরীত অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সংবিধানের ওপর সনদের প্রাধান্য দেওয়ার পক্ষে মত দিয়েছে। পাশাপাশি সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না—এ অঙ্গীকারেও সমর্থন জানিয়েছে। তবে কোন কোন সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য, তার একটি তালিকা ঐকমত্য কমিশনের কাছে চেয়েছে দলটি।