অনলাইন ডেস্ক
বেশ কিছুদিন ধরে বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী হলেও কমার কোনো লক্ষণ নেই। আলু, বই কচু ও কাঁচা পেঁপে ছাড়া কোনো সবজি ৮০ টাকার কমে মিলছে না। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। কোনো সবজির দাম ১০০ ছাড়িয়ে গেছে।
এ ছাড়া ডিমের দামও বাড়তি। এতে করে নিত্যপণ্য কিনতে গিয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা।
বিক্রেতারা জানিয়েছেন, টানা কয়েকদিন ধরে দেশজুড়েই বৃষ্টি ঝরছে। ফলে সবজি তুলতে পারছেন না কৃষক।
ফলে সরবরাহ কমে গিয়ে দামে ব্যাপক প্রভাব পড়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এ চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১০০ টাকায়, প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৮০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া, প্রতি কেজি ধুন্দল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ২৪০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ৮০ টাকা, কঁচু প্রতি কেজি ৮০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা এবং লাউ প্রতি পিস ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছেই। ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। সীমিত আয় হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেকে আগের চেয়ে সবজি কেনা কমিয়ে দিয়েছেন।
এদিকে সবজির পাশাপাশি ঊর্ধ্বমুখী ডিমের দামও।
বর্তমানে একজন ডজন ডিম কিনতে হলে গুনতে হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা। আগে যা ছিল ১৪০ টাকা ডজন। একমাস আগেও প্রতি ডজন ডিমের দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা। শুধু ডিম নয়, ব্রয়লার মুরগির দামও বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। বর্তমানে বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে।