৯ জঙ্গিসহ ৭০০ জনের বেশি কয়েদি এখনো পলাতককারা মহাপরিদর্শক

৯ জঙ্গিসহ ৭০০ জনের বেশি কয়েদি এখনো পলাতককারা মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক

 

২০২৪ সালের আগস্টে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে এখনো ৯ জঙ্গিসহ ৭ শতাধিক আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

আজ মঙ্গলবার কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কারা মহাপরিদর্শক বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর দুই হাজার ২০০ এর অধিক কয়েদি পলিয়ে যায়। এদের মধ্যে এখনো ৭০০ জনের বেশি পলাতক রয়েছেন। যার মধ্যে ৯ জন জঙ্গিও আছেন।’

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, ‘লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে।’

জাতীয় শীর্ষ সংবাদ