অনলাইন ডেস্ক
আজ ১৪ সেপ্টেম্বর, রবিবার, ৩টায় ৬১ মতিঝিল বাণিজ্যিক এলাকা, রেড ক্রিসেন্ট হাউস, লেভেল-১০, ঢাকায় জনপ্রিয় অনলাইন গণমাধ্যম গ্রামনগর বার্তার কার্যালয়ে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন BOMA এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদাযাপন কমিটির প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুুতি সভায় BOMA এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদাযাপন প্রসঙ্গে নানা পরিকল্পনা, সংগঠনের কার্যক্রমের অগ্রগতি, অনলাইন সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)-এর সভাপতি শরিফুল ইসলাম খান এর উপস্থিতিতে এই সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সিনিঃ সহ-সভাপতি রাশিদুল হাসান বুলবুল এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
সভায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ২৫ সেপ্টম্বর ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, অনুষ্ঠানে সেমিনার, ম্যাগাজিনের মোড়ক উম্মেচণ, অনুষ্ঠানের তহবিল সংগ্রহ সাংগঠনিক ও বিবিধ।
এসময় উপস্থিত ছিলেন বোমার নির্বাহী সভাপতি জনাব কামাল হোসেন, খান নজরুল ইসলাম হান্নান, লায়ন হাফিজুর রহমান, লায়ন আক্তারুজ্জামান, রাশেদ বাবু প্রমুখ। বিভিন্ন অনলাইন মিডিয়ার সম্পাদক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।