গাজা ইস্যুতে জাতিসংঘে ভোট, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

গাজা ইস্যুতে জাতিসংঘে ভোট, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

 

আন্তর্জাতিক ডেস্ক

 

গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বাড়ানোর সর্বশেষ প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ (১৮ সেপ্টেম্বর) ভোট হবে। আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের ভেটোর পরেও এবার সংখ্যাগরিষ্ঠ দেশ এই পদক্ষেপ সমর্থন করছে। ফলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে। খবর এএফপির।

১০টি অস্থায়ী সদস্য দেশ গত আগস্টের শেষ দিকে খসড়া প্রস্তাবের আলোচনা শুরু করে। এর আগে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষের ঘোষণা দেয়, যা প্রায় দুই বছর ধরে ইসরায়েলের অব্যাহত যুদ্ধের ফলে হয়েছে।

প্রথম দিকের খসড়ায় মূলত সহায়তা প্রবেশে বাধা তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু কূটনৈতিক সূত্রে জানা যায়, ফ্রান্স, যুক্তরাজ্য ও রাশিয়া মনে করেছিল শুধুই মানবিক দিক নিয়ে প্রস্তাব পাস করলেও যুক্তরাষ্ট্র সেটা ভেটো দিতে পারে।

বৃহস্পতিবার ভোটে যাওয়া নতুন খসড়ায় সহায়তা প্রবেশের পথ খুলে দেওয়ার পাশাপাশি বলা হয়েছে, গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং সব পক্ষকে তা মেনে চলতে হবে। একইসঙ্গে জিম্মিদেরও অবিলম্বে ও শর্তহীনভাবে মুক্তির দাবি জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র এ ধরনের প্রস্তাব এর আগেও একাধিকবার নাকচ করেছে। সর্বশেষ তারা জুনে ভেটো দিয়ে তাদের মিত্র ইসরায়েলকে সমর্থন জানিয়েছে।

এদিকে গত মঙ্গলবার প্রথমবারের মতো জাতিসংঘের নিযুক্ত আন্তর্জাতিক তদন্ত কমিশন স্বাধীনভাবে তাদের বিশ্লেষণ প্রকাশ করে। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ‌গণহত্যা চালাচ্ছে এবং ফিলিস্তিনি জনগণকে ধ্বংস করার চেষ্টা করছে। বিষয়টি আগামী সপ্তাহে নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের বার্ষিক সম্মেলনের প্রধান আলোচ্য হিসেবে গুরুত্ব পাবে

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ