সাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামীকাল সোমবার সন্ধ্যার মধ্যেই একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী ২৪ সেপ্টেম্বরের দিকে আরেকটি লঘুচাপ হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, এই সম্ভাব্য লঘুচাপ দুটির মধ্যে একটি ঘণীভূত হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ হতে পারে।২৪ সেপ্টেম্বরের দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ বিশেষ করে প্রথমটি ঘণীভূত হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবার দুইটি লঘুচাপ একত্র (মার্জ) হওয়ার সম্ভাবনাও রয়েছে।’ এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী মঙ্গলবার থেকে আবার তিন-চারদিনের জন্য বৃষ্টি কমতে পারে। 

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘সোমবার দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

এরপর আবার তা কয়েকদিনের জন্য কমতে পারে। আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে আবার বৃষ্টি ও বাতাস বাড়তে পারে।’বৃষ্টিপাতের ব্যাপ্তি অনেকটাই কমেছে। সন্ধ্যা পর্যন্ত্ম দেশের বেশির ভাগ অঞ্চলেই মেলেনি বৃষ্টির দেখা। তবে চট্টগ্রাম বিভাগের অনেক অঞ্চলেই রবিবার বৃষ্টি ছিল।সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ৮৫ মিলিমিটার। ঢাকায় এসময় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। 

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহে, ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এসময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৭ ডিগ্রি।

পরিবেশ