ভোট ঘিরে তৎপর পশ্চিমারা ♦ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে ঢাকায় ইইউ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক টিম ♦ বিএনপি জামায়াতের সঙ্গে বৈঠকে দূতাবাস, হাইকমিশন ও মিশনপ্রধানরা

ভোট ঘিরে তৎপর পশ্চিমারা ♦ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে ঢাকায় ইইউ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক টিম ♦ বিএনপি জামায়াতের সঙ্গে বৈঠকে দূতাবাস, হাইকমিশন ও মিশনপ্রধানরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৎপরতা শুরু করেছেন পশ্চিমা কূটনীতিকরা। নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিবেশ পর্যবেক্ষণ করতে ঢাকায় অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক টিম।

সোমবার তারা নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে শুক্রবার পাঁচ দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল। পাশাপাশি বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে ব্যস্ত সময় পার করছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও মিশনপ্রধানরা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি পিআর, গণপরিষদ এবং আওয়ামী লীগ ও তার সঙ্গে জোটবদ্ধ দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। একই সময়ে ঢাকা সফরে আসেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও মানবাধিকারবিষয়ক উপকমিটির চেয়ার মৌনির সাতুরির নেতৃত্বাধীন চার সদস্যের পার্লামেন্ট প্রতিনিধিদল। সফরের প্রথম দিনই দলটি বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতার সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনব্যবস্থা ও নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। এ ছাড়া সফরকালে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধিদল। পাঁচ দিনের সফর শেষে শুক্রবার ঢাকা ত্যাগ করেন তাঁরা। এর আগে এক সাক্ষাৎকারে প্রতিনিধিদলের প্রধান মৌনির সাতুরি বলেন, ‘অবশ্যই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে হতে হবে এবং নির্বাচনের ফলাফলের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। বাংলাদেশের অগ্রগতি এবং গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন অব্যাহত থাকবে।’বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ