সংকট কাটছে রাজনীতিতে

সংকট কাটছে রাজনীতিতে

‘আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’ বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘে দেওয়া ঘোষণা সব মহলে সমাদৃত হয়েছে। তাঁর সফরসঙ্গী তিন রাজনৈতিক দলের প্রতিনিধি এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংকট ছিল প্রধান উপদেষ্টার জাতিসংঘ ঘোষণায় তা কেটে যাবে। আমেরিকায় তিন রাজনৈতিক দলের নেতা ও সরকারের মধ্যে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানে পিআর, মার্কা- এসব কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত দেশের শীর্ষনেতারা একদিকে যেমন প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করেছেন, তেমনি নির্বাচনি সংস্কার ও পরিবেশ তৈরির দাবিও উঠেছে স্পষ্টভাবে। ভাষণে নির্বাচনি রোডম্যাপ স্পষ্টভাবে উঠে আসায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে ভাষণটি অত্যন্ত জোরালো ছিল। মহাসচিব বলেন, ‘আমরা উপলব্ধি করছিলাম যে আওয়ামী লীগ যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সে অবস্থায় মৌলিক পরিবর্তন ছাড়া, একদিকে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন, অন্যদিকে রাজনৈতিক পরিবর্তন ছাড়া এই দেশকে আবার পরিবর্তন করা কষ্ট হবে। সেটাই প্রধান উপদেষ্টা জাতিসংঘের সামনে তুলে ধরলেন। এ ব্যাপারে আমাদের অন্তত সংশয় নেই।’ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচনের আগে জুলাই চার্টার বাস্তবায়ন এবং দুই কক্ষবিশিষ্ট সংসদে পিআর পদ্ধতি চালু করাই এখন সময়ের দাবি। আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করা দরকার। বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ