বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া মৃধাবাড়ি স্ট্যান্ডে আগুনে পুড়ে ১০ টি দোকান ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের মৃধাবাড়ী বাস স্ট্যান্ডে রবিবার দিবাগত রাত ৪ টার দিকে জলিল মৃধার রিকশার গ্রেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের লেলিহান শিখায় প্রতিবন্ধী মন্টু হাওলাদারের চায়ের দোকান, জলিল মৃধা, লতিফ হাওলাদারের রিকশার গ্রেজ, আবু সাইদ, ইউনুস বয়াতি, নান্টু চৌকিদারের মুদি মনোহরদি দোকান, মোশাররফ আকনের ফার্মেসি, আলতাফ হাওলাদারের কাপড়ের দোকান, অভিনাশ চন্দ্র শীল ও বিমল চন্দ্র বেপারীর সেলুন পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দমকল বাহিনীর সদস্য সাহেদ হোসেন বাবু আহত হয়েছে। আহতকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আমতলী উপজেলা চেয়ারম্যান মোঃ আলহাজ গোলাম সরোয়ার ফোরকান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মনিরা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগীতার আশ্বাস দিয়েছেন।