ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৯

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৯

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত ৪৯ জনে পৌঁছেছে।

দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মৃতদের মধ্যে অধিকাংশই কিশোর বয়সী ছাত্র। উদ্ধারকর্মীরা ইতোমধ্যেই ধ্বংসস্তূপের ৮০ শতাংশ সরিয়ে ফেলেছেন।

গত সপ্তাহে সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে পড়ে। কংক্রিটের স্তূপে শতাধিক কিশোর ছাত্র চাপা পড়ে। রাতভর উদ্ধার অভিযানে খননকারী যন্ত্র ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানো হয়। উদ্ধার সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা কমলা রঙের মরদেহ বহনের ব্যাগে মৃতদেহগুলো বের করছেন।

দুর্যোগ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসাবশেষের অধিকাংশ সরানো সম্ভব হয়েছে, কিন্তু এখনও কিছু ছাত্র নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল ভবনের ওপরের তলায় চলমান নির্মাণকাজ ভবনের মূলভিত্তিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিল। ফলে পুরো কাঠামো ধসে পড়ে। মুহূর্তের মধ্যে শতাধিক ছাত্র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে প্রায় ৪২ হাজার ইসলামিক স্কুল রয়েছে। গণপূর্তমন্ত্রী ডোডি হ্যাংগোডো জানান, এর মধ্যে মাত্র ৫০টির ভবন নির্মাণের আনুষ্ঠানিক অনুমোদন রয়েছে।

এছাড়া, আল খোজিনি স্কুলের নির্মাণ অনুমতি (বিল্ডিং পারমিট) ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। রয়টার্স জানিয়েছে, তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ