বিমানের হজ ফ্লাইট শুরু বৃহস্পতিবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হচ্ছে বৃহস্পতিবার। এবারও বিমানের পাশাপাশি সৌদি এয়ারলাইন্স হজযাত্রী বহন করবে। মৌসুমের প্রথম হজ ফ্লাইটটি (বিজি-৩০০১) বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ৪১৯ হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ওই সময় বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানাবেন।

এদিকে হজ মৌসুমে ফ্লাইটে যাতে শিডিউল বিপর্যয় না হয় তার জন্য নিজস্ব উড়োজাহাজারের পাশাপাশি দুটি এয়ারবাস ভাড়া করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার ভোরে প্রথমটি আসে। দ্বিতীয় এয়ারবাসটিও মঙ্গলবার যুক্ত হয়েছে বিমান বহরে। বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য জানান।

এয়ার এশিয়া এক্স থেকে ৩৩০-৩৪৩ মডেলের এয়ারবাস দুটো ৭৫ দিনের জন্য ভাড়া নেওয়া হয়েছে। প্রতিটি উড়োজাহাজের আসন সংখ্যা ৩৭৫। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত উড়োজাহাজ দুটি দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। চলতি হজ মৌসুমে বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করেও হযযাত্রী পরিবহন করা হবে।

সূত্র জানায়, ৩২ দিনে ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি যাবে ৫ আগস্ট। হজের পর দেশের পথে ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর। এ বছর বাংলাদেশ থেকে হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান।

জাতীয় শীর্ষ সংবাদ