নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণার জন্য নতুন বিধিনিষেধ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫-এ সংযোজন করা হয়েছে ৭টি নতুন ধারা।
বুধবার (১৫ অক্টোবর) ইসির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বর্তমান সময় সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ। তাই প্রার্থীরা ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারণা চালাবেন— এটা স্বাভাবিক। তবে যেন এই প্রচারণায় বিভ্রান্তি, ঘৃণা বা বিদ্বেষ না ছড়ায়, সে জন্যই কমিশন এসব বিধান অন্তর্ভুক্ত করেছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণার জন্য নতুন ৭ বিধান
১️। প্রচার শুরুর আগে প্রার্থী, তার এজেন্ট বা সংশ্লিষ্ট দলকে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
২। নির্বাচনী কাজে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যাবে না।
৩। ঘৃণাত্মক বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য, বিকৃত চেহারা বা ভুয়া কনটেন্ট তৈরি ও প্রচার নিষিদ্ধ।
৪। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নারী, সংখ্যালঘু বা কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে আক্রমণাত্মক বা উসকানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না।
৫। ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা যাবে না।
৬। নির্বাচন সংক্রান্ত কোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করতে হবে।
৭। ভোটারদের বিভ্রান্ত করা বা কারও মানহানি করার উদ্দেশ্যে এআই-নির্ভর বা সম্পাদিত কোনো কনটেন্ট প্রকাশ বা প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।