বৈশ্বিক অঙ্গনে দিনদিন তলানিতে নামছে বাংলাদেশের পাসপোর্টের মান। চলতি বছরের পাসপোর্ট সূচকে ১০৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম। যেখানে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ। এদিকে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগও কমে আসছে বাংলাদেশি পাসপোর্টধারীদের। গত এক বছরে এই সুবিধা বন্ধ করেছে চার দেশ। এ ছাড়াও বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা দিতে নানা শর্ত ও জটিলতা বাড়াচ্ছে বিভিন্ন দেশ। এতে বাড়ছে ভিসা প্রত্যাখ্যানের হার। বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে চাকরি, উচ্চশিক্ষা কিংবা উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশিদের বিদেশযাত্রা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পাসপোর্টের মান যে পর্যায়ে নেমেছে, সেটি লজ্জার। কেন এ লজ্জাজনক পরিস্থিতিতে আমরা পড়লাম তা দৃশ্যমান। পাসপোর্টের গ্রহণযোগ্যতা কোনো দেশের আকার কিংবা অর্থনীতির বিচারে হয় না। এটি নির্ধারিত হয় সে দেশের মানুষের বিশ্বাসযোগ্যতা ও আস্থার ভিত্তিতে। বাংলাদেশিরা বিদেশ যাওয়ার জন্য নানা জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিদেশযাত্রার ক্ষেত্রে মিথ্যাচার হলে সে দেশের মানুষের বিশ্বাসযোগ্যতা থাকে না।’বিস্তারিত