মিরপুরে স্পিনের রাজত্ব: দ্বিতীয় ওয়ানডেতে দুই দলেই চার স্পিনার, চাপে বাংলাদেশ

মিরপুরে স্পিনের রাজত্ব: দ্বিতীয় ওয়ানডেতে দুই দলেই চার স্পিনার, চাপে বাংলাদেশ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (২১ অক্টোবর) স্পিন ছিল পুরো ম্যাচ পরিকল্পনার কেন্দ্রে। প্রথম ওয়ানডেতে স্পিনারদের দাপটে হার দেখার পর নিজেদের কৌশলে পরিবর্তন আনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলস্বরূপ, ম্যাচ শুরুর আগে বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে দলে যুক্ত করা হয় এবং ইনিংসের সূচনায়ই স্পিন আক্রমণ সাজায় ক্যারিবীয় দল।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বোলিং শুরু করেন আকিল হোসেন ও ডানহাতি অফস্পিনার রোস্টন চেজ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এই প্রথম, ইনিংসের প্রথম ১০ ওভার অর্থাৎ পাওয়ার প্লের পুরোটা জুড়ে কেবল স্পিনার ব্যবহার করে দলটি। আকিল হোসেন ৫ ওভারে ১ উইকেট নিয়ে এ আক্রমণের নেতৃত্ব দেন। রোস্টন চেজ করেন ৪ ওভার, বাকি এক ওভার করেন খ্যারি পিয়ের।

বাংলাদেশও পিছিয়ে নেই স্পিন নির্ভরতায়। দীর্ঘ প্রায় তিন বছর পর চার স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা। সর্বশেষ ২০২২ সালের ১৬ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই খেলেছিল চার স্পিনার। সে ম্যাচে বল হাতে দাপট দেখান তাইজুল ইসলাম, নিয়েছিলেন ৫ উইকেট। তখনও একমাত্র পেসার ছিলেন মুস্তাফিজুর রহমান, ঠিক যেমনটি আজকের একাদশেও।

আজ বাংলাদেশের চার স্পিনার হলেন—নাসুম আহমেদ, তানভীর ইসলাম (উভয়ই বিশেষজ্ঞ), এবং স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। এছাড়া পার্টটাইম স্পিনার হিসেবে আছেন সাইফ হাসান, যাকে প্রয়োজনে ব্যবহার করতে পারবেন অধিনায়ক।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ৩০ ওভার শেষে স্কোরবোর্ডে তাদের রান ৪ উইকেটে ১০১। টিকে আছেন ওপেনার সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ।

সৌম্য সরকার ব্যাট করছেন ৪৪ রানে অপরাজিত থেকে। শুরুতেই ফিরে যান তার সঙ্গী সাইফ হাসান, যিনি আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর আজও ব্যর্থ হন, মাত্র ৬ রান করে বিদায় নেন। তিনে নামা তাওহীদ হৃদয়, যিনি প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন, আজ মাত্র ১২ রান করেন। চারে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫ রান করে আউট হন। পাঁচে নামা মাহিদুল ইসলাম অঙ্কনও রানের খাতা খুলতে ব্যর্থ হন।

বাংলাদেশের ইনিংসের এই ধস মূলত ক্যারিবীয় স্পিনারদের নিরবচ্ছিন্ন চাপের ফল। শুরুতেই নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রানরেটও নিয়ন্ত্রণে রাখেন তারা।

প্রথম ম্যাচে স্পিনের বিপক্ষে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপ এবার প্রস্তুত হয়েও উইকেটের চরিত্র বুঝে স্পিন নির্ভরতা বজায় রেখেছে। একইসঙ্গে বাংলাদেশের স্পিন-প্রধান একাদশও স্পষ্ট করে দিয়েছে, মিরপুরে এই উইকেটে ধৈর্য্য ও টেকনিকের পরীক্ষা চলবে পুরো সিরিজজুড়েই।

খেলাধূলা শীর্ষ সংবাদ