চিনি খাওয়া কি খারাপ

অনেকেই চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসেন। তবে বিশেষজ্ঞরা বলে থাকেন—অতিরিক্ত চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। চিনি ছোটো চেইনবিশিষ্ট কার্বোহাইড্রেট। অর্থাৎ চিনিতে শর্করার মাত্রা বেশি। তাই যাদের পারিবারিক ভাবে ডায়াবেটিস হওয়ার প্রবণতা আছে, তাদের জন্য চিনি ক্ষতিকর।

এছাড়া, অতিরিক্ত চিনি খেলে ওজন বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যায়। আর ওজন আধিক্য থাকে যাদের তাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অন্যান্য নন-কমিউনিকেবল ডিজিস হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই চিনি বা চিনি জাতীয় খাবার খেতে নিষেধ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তি দিনে তিন থেকে পাঁচ চামচ চিনি খেতে পারেন। তবে সেই ক্ষেত্রে অন্য খাবার থেকে কতটুকু কার্বোহাইড্রেট আসছে এবং কতটুকু খরচ হচ্ছে তা খেয়াল রাখতে হবে। পাশাপাশি চিনির কিছু উপকারী দিকও রয়েছে। চিনি দ্রুত শক্তির জোগান দেয়, ত্বকের জন্য উপকারী, নিম্ন রক্তচাপ স্বাভাবিক করতে সাহায্য করে এবং বিষণ্নতা দূর করে। তাই চিনি বা মিষ্টি জাতীয় খাবার বেশি না খেয়ে পরিমিত খাওয়াই ভালো।

লেখক : ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ

Others জাতীয় শীর্ষ সংবাদ