বৃহস্পতিবার সকালে বড় রেল দুর্ঘটনা ঘটল পাকিস্তানের সাদিকাবাদের কাছে ওয়ালহারে। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত সরকারি হিসাবে ১৪ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ৬৬-রও বেশি।
জানা গিয়েছে, মালগাড়ির সঙ্গে আকবর এক্সপ্রেসের সংঘর্ষেই এই দুর্ঘটনা। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। যাত্রীদের উদ্ধারের জন্য হাইড্রোলিক কাটার ব্যবহার করে ট্রেনের লোহা কাটার ব্যবস্থা করা হয়েছে।
দুর্ঘটনায় মৃত যাত্রীদের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন পাক রেল মন্ত্রী শেখ রাশিদ আহমদ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।