ভাঙছে সঞ্চয়পত্র কমছে কেনা এক বছরে সঞ্চয়পত্র বিক্রি কমেছে ৮৭ শতাংশ

ভাঙছে সঞ্চয়পত্র কমছে কেনা এক বছরে সঞ্চয়পত্র বিক্রি কমেছে ৮৭ শতাংশ

বছরের পর বছর ধরে সঞ্চয়পত্র ছিল মধ্যবিত্তের সঞ্চয়ের নিরাপদ আশ্রয়। চাকরিজীবী থেকে প্রবাসী, ছোট ব্যবসায়ী থেকে অবসরপ্রাপ্ত অসংখ্য মানুষ ভবিষ্যতের নিশ্চয়তা ভেবে টাকা রেখেছিলেন সরকারের এই স্কিমে। কিন্তু এখন সেই আস্থার জায়গাতেই দেখা দিচ্ছে ভাঙন। ব্যাংকে গিয়ে জমা তুলছেন অনেকে, ডাকঘরে ভিড় আর তেমন নেই। মানুষ সঞ্চয়পত্র কিনছেন কম, বরং পুরোনো বিনিয়োগ ভেঙে নিচ্ছেন বেশি।

সম্প্রতি প্রকাশিত জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিনিয়োগ রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশের ডাকঘরগুলোতে সঞ্চয়পত্রে মোট জমা হয়েছে ৯৩৫ কোটি টাকা আর পরিশোধ হয়েছে ১ হাজার ২৭১ টাকা। অর্থাৎ যারা নতুন করে কিনেছেন, তার চেয়ে বেশি মানুষ এখনো পুরোনো সঞ্চয়পত্র ভেঙে নিচ্ছেন।

অন্যদিকে চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) তিন মাসে ডাকঘরগুলোর সঞ্চয়পত্রে মোট জমা হয়েছে ২ হাজার ৫৭১ কোটি টাকা আর পরিশোধ হয়েছে ৩ হাজার ৩৫৬ টাকা। এতে বোঝা যায় সাধারণ মানুষ আর সঞ্চয়পত্রের প্রতি আগ্রহ দেখাচ্ছেন না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের আগস্টে সঞ্চয়পত্রে গ্রাহকদের নিট বিনিয়োগ ছিল ২ হাজার ৩৬ কোটি টাকা। কিন্তু চলতি বছরের আগস্টে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২৮৯ কোটি টাকায়। অর্থাৎ এক বছরে বিক্রি কমেছে ৮৭ শতাংশেরও বেশি।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ