৫২ বছরে মৌসুমী, যুক্তরাষ্ট্রেই কাটছে জন্মদিন

৫২ বছরে মৌসুমী, যুক্তরাষ্ট্রেই কাটছে জন্মদিন

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী সোমবার (৩ অক্টোবর) ৫২ বছরে পা রেখেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন, যেখানে মা, মেয়ে ও বোনের সঙ্গে সময় কাটাচ্ছেন।

২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি। চলতি বছরও আগের দুই বছরের মতোই তার জন্মদিন উদযাপন হচ্ছে যুক্তরাষ্ট্রে।

অভিনেতা ওমর সানী জানিয়েছেন, মৌসুমীর মা অসুস্থ থাকায় আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না তার। সানীর মতে, পরিবারের দেখাশোনা ও চিকিৎসাজনিত কারণে মৌসুমী কিছু সময়ের জন্য অভিনয়জগৎ থেকেও দূরে রয়েছেন।

মৌসুমীর জন্মদিন উপলক্ষে তার ভক্ত ও অনুসারীরা দেশ-বিদেশে নানা আয়োজনে অংশ নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে অনেকেই অভিনয়জীবনের স্মৃতি ও প্রিয় সিনেমার দৃশ্য শেয়ার করছেন।

ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম মৌসুমী। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। সালমান শাহর বিপরীতে অভিনীত এই চলচ্চিত্রটি ছিল ব্যবসাসফল এবং তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। পরবর্তী সময়ে ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘দোলনা’, ‘ওরা আমার মুখ দেখেছিল’, ‘চাঁদনী রাত’, ‘বাবা কেন চাকর’সহ বহু সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মৌসুমী নাটক, টেলিফিল্ম ও নির্মাণেও যুক্ত ছিলেন। পরিচালক হিসেবেও তিনি প্রশংসা কুড়িয়েছেন ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমার মাধ্যমে। তার দীর্ঘ কর্মজীবনে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে তেমন সক্রিয় নন, তবু ঢালিউডের ইতিহাসে মৌসুমীর অবদান উল্লেখযোগ্য। ভক্তদের কাছে তিনি এখনো নন্দিত অভিনেত্রী হিসেবে সমাদৃত।

নিউইয়র্কে অবস্থান করলেও সামাজিক মাধ্যমে তিনি নিয়মিত সক্রিয়। জন্মদিন উপলক্ষে দেশে না থাকতে পারায় কিছুটা আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, পরিবারকে পাশে রেখে জন্মদিন পালন করাই তার জন্য সবচেয়ে বড় আনন্দ, তবে দেশে থাকলে উদযাপনটি আরও বিশেষ হয়ে উঠত।

বিনোদন