আইন ও আদালত ডেস্ক
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে প্রসিকিউশনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে ভুক্তভোগী এবং গোটা জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেন, “১৭ নভেম্বরের রায়ে আদালত তাদের সুবিবেচনা এবং প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির বিচারের জন্য যে আকাঙ্ক্ষা এবং যে তৃষ্ণা রয়েছে, তার প্রতি সুবিচার করবেন বলে আশা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে, এমন একটি রায় প্রত্যাশা করছি।”
এ সময় তিনি গণহত্যার মামলার বিচার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার বিচার স্বচ্ছ হয়েছে। কে কী প্রশ্ন তুললো, তা গুরুত্বপূর্ণ নয়, ন্যায়বিচার নিজস্ব গতিতে চলবে।” তিনি এও বলেন, “যখন জনতা জেগে থাকে, তখন জ্বালিয়ে-পোড়ানো, নাশকতা কিংবা ষড়যন্ত্র কিছুই সফল হবে না।”
মোহাম্মদ তাজুল ইসলাম তার বক্তব্যে জনগণের শান্তিপূর্ণ এবং সুবিচারের প্রতি অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন এবং আদালতের রায়কে ন্যায়বিচারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।


