গজারিয়ায় থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

গজারিয়ায় থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

 

জাতীয় ডেস্ক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতরাত সাড়ে ৩টার দিকে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটেছে গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে।

এ সময় ট্রাকটিতে কাগজের তৈরি কার্টন জাতীয় পদার্থ ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, “৩টা ৪০ মিনিটে আমরা খবর পাই। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং অগ্নিনির্বাপণ কাজ শুরু করি। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে সম্পূর্ণভাবে আগুন নিভাতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে।”

তিনি আরও জানান, “ঘটনার সময় ট্রাকের চালক এবং হেলপার গাড়ির ভেতরে ঘুমাচ্ছিলেন। আগুনের তাপ অনুভব করার পর তারা দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদে বেরিয়ে আসেন।”

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, “ঘটনার পর মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।”

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

সারাদেশ