আসন্ন ঈদ উপলক্ষে রেলে টিকিট কালোবাজারি বন্ধে রাজধানীর কমলাপুরসহ একাধিক রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঈদ সামনে রেখে টিকিট বিক্রিতে অনিয়ম হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট প্রথমেই কমলাপুরে অভিযান চালায়। পরে ফুলবাড়িয়া কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়।
দুদকে দেওয়া অভিযোগে বলা হয়, রেলওয়ের টিকিট বিক্রিতে নানা অনিয়ম হচ্ছে। এমনকি একদিন আগে লাইনে দাঁড়িয়েও কাউন্টার থেকে টিকিট পাওয়া যাচ্ছে না। অভিযানকালে দুদক টিমের সদস্যরা টিকিটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। কাউন্টারগুলো সরেজমিন দেখেন।
টিকিটপ্রত্যাশীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয় কাউন্টারে কর্মরতদের প্রতি। স্টেশনে উপস্থিত জনসাধারণ দুদকের এ অভিযানকে স্বাগত জানান।
দুদক টিমের সদস্যদের কাছে সেবাগ্রহীতারা জানান, সাধারণ শ্রেণির টিকিট পাওয়া যাচ্ছে, তবে এসি, প্রথম শ্রেণির টিকিট প্রাপ্তিতে সমস্যা হচ্ছে। ফুলবাড়িয়া কাউন্টারে অভিযান চালিয়েও একই চিত্র দেখেন টিমের সদস্যরা।