নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী মেট্রোপলিটন সেশন জজ আব্দুর রহমানের বাসায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন তার ছেলে। এ ঘটনায় বিচারকের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) নগরীর ডাবতলায় বিচারকের নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়, একদল দুর্বৃত্ত বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও তার ছেলে মারা যান।
তবে কী কারণে এ হামলা, তা এখনও জানা না গেলেও তাদের শনাক্ত করতে অভিযান চলছে। ঘটনাস্থলে তদন্ত পরিচালনা করছে পুলিশের গোয়েন্দা ইউনিট ও ক্রাইম সিন ইউনিট।


