রাজশাহীতে সেশন জজের বাসায় দুর্বৃত্তের হামলা, নিহত বিচারকের ছেলে, গুরুতর আহত স্ত্রী

রাজশাহীতে সেশন জজের বাসায় দুর্বৃত্তের হামলা, নিহত বিচারকের ছেলে, গুরুতর আহত স্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহী মেট্রোপলিটন সেশন জজ আব্দুর রহমানের বাসায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন তার ছেলে। এ ঘটনায় বিচারকের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) নগরীর ডাবতলায় বিচারকের নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়, একদল দুর্বৃত্ত বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও তার ছেলে মারা যান।

তবে কী কারণে এ হামলা, তা এখনও জানা না গেলেও তাদের শনাক্ত করতে অভিযান চলছে। ঘটনাস্থলে তদন্ত পরিচালনা করছে পুলিশের গোয়েন্দা ইউনিট ও ক্রাইম সিন ইউনিট।

 

সারাদেশ