ক্যালিফোর্নিয়ায় ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল, অভিবাসন নীতি নিয়ে বিতর্ক

ক্যালিফোর্নিয়ায় ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল, অভিবাসন নীতি নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বিস্তৃত অডিটের পর প্রায় ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স (সিডিএল) বাতিল করা হয়েছে। এ লাইসেন্সগুলো এমন অভিবাসীদের দেওয়া হয়েছিল, যাদের এখন যুক্তরাষ্ট্রে বৈধ থাকার অনুমতি নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যালিফোর্নিয়া কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এসব লাইসেন্স “বেআইনিভাবে” প্রদত্ত হয়েছিল এবং যাদের এই লাইসেন্স দেওয়া হয়েছে, তারা এখন আর যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অধিকারী নন। বিশেষ করে, এসব ড্রাইভারের মধ্যে কয়েকজনকে “বিপজ্জনক” হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট চালকদের জানিয়ে দেওয়া হয়েছে যে, তাদের লাইসেন্সের মেয়াদ ৬০ দিনের মধ্যে শেষ হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ এই বিষয়ে আরও জানায়, গত আগস্টে এমন এক ট্রাকচালক, যিনি বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন না, ফ্লোরিডায় তিনজনকে চাপা দিয়ে হত্যা করেছিলেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়, এবং ট্রাম্প প্রশাসন তখনই বাণিজ্যিক ট্রাক ও বাস চালনায় অবৈধ অভিবাসীদের ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ক্যালিফোর্নিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যকে সমালোচনা করে আসছে, যেগুলো বৈধ কাগজপত্র ছাড়াই অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে।

এদিকে, মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, “এটা কেবল শুরু। ক্যালিফোর্নিয়ায় সেমি-ট্রাক ও স্কুলবাসের স্টিয়ারিংয়ের পেছনে থাকা প্রতিটি অনিয়মিত অভিবাসীকেও সরিয়ে দেওয়া হবে।” তবে নিউজমের কার্যালয় দাবি করেছে, যাদের লাইসেন্স বাতিল করা হচ্ছে, তাদের বেশিরভাগই তখন বৈধ ফেডারেল ওয়ার্ক পারমিট নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তারা আরও বলেছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে এসব লাইসেন্স দেওয়া হয়েছিল, তাই এগুলো আইন লঙ্ঘন করে না।

বিবিসি আরও জানায়, ক্যালিফোর্নিয়া একমাত্র অঙ্গরাজ্য যেখানে বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্সের পূর্ণ অডিট সম্পন্ন হয়েছে। তবে অন্যান্য অঙ্গরাজ্যের অডিটও শিগগির প্রকাশ হতে পারে। এদিকে, চলতি বছরের ৪৩ দিনের সরকারি অচলাবস্থা (শাটডাউন) অডিট কার্যক্রমে বিলম্ব ঘটিয়েছে।

ক্যালিফোর্নিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কৃষি উৎপাদনভিত্তিক অঙ্গরাজ্য এবং দুটি বৃহত্তম সমুদ্রবন্দর এখানে অবস্থিত, যার কারণে এখানে ট্রাকচালকের সংখ্যা ব্যাপক। লজিস্টিকস এবং পরিবহন প্রতিষ্ঠান ফ্রেমন্ট কনট্র্যাক্ট ক্যারিয়ারস-এর তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় বর্তমানে প্রায় ১ লাখ ৩০ হাজার ট্রাকচালক বসবাস করেন। যুক্তরাষ্ট্রে ট্রাকচালকের সংখ্যার দিক থেকে কেবল টেক্সাসই ক্যালিফোর্নিয়ার চেয়ে এগিয়ে রয়েছে।

এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ভবিষ্যৎ পরিণতি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে, বিশেষ করে যেসব অঙ্গরাজ্য বৈধ কাগজপত্র ছাড়াই অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, তাদের নিয়ে।

আন্তর্জাতিক