ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তা পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি

ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তা পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি

জেলা প্রতিনিধি ,চাঁপাইনবাবগঞ্জ:

শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশের স্বার্থ রক্ষা করতে হবে এবং নির্বাচিত সরকার জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাবি বাস্তবায়নের জন্য কাজ করবে। তিনি উল্লেখ করেন, নির্বাচিত সরকার ছাড়া বা জোরপূর্বক ক্ষমতা দখল করে এই বিষয়গুলোর গুরুত্ব যথাযথভাবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

ফখরুল বলেন, বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসে, তবে পদ্মা ও তিস্তা সহ দেশের পানি বণ্টন ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি আরও বলেন, পানির ব্যবহার, সীমান্তে হত্যাকাণ্ড ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের মতো বিষয়গুলিতে সরকার গুরুত্ব দেবে। ফখরুল মনে করিয়ে দেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ছিল এবং তা ভিত্তিতে সমন্বিত সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। তবে তিনি ভারত সরকারের সাম্প্রতিক নীতি প্রসঙ্গে বলেন, কিছু চাপে ফেলা হয়েছে এবং বিনিময়ে কোনো সহায়তা পাওয়া যায়নি।

বুধবারের এই সফরের পাশাপাশি বিএনপি চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিকেলেই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ আয়োজন করেছে। এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের আয়োজনের সমন্বয়ক হিসেবে দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

রাজনীতি শীর্ষ সংবাদ সারাদেশ